জয় শ্রীরাম !!
© শ্রী সূর্য শেখর হালদার
দেবী সরস্বতী, আদি কবি মহর্ষি বাল্মীকি আর বাল্মীকি রামায়ণ এর বাংলা অনুবাদক শ্রী রাজশেখর বসু কে স্বশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি বাংলা রামায়ণ !
💐💐💐
রামায়ণ পর্ব : দুই
কান্ড : বালকাণ্ড
সর্গ : প্রথম
শ্লোক : ছয় – দশ
💐💐💐
শ্রুত্বা চৈতৎত্রিলোকজ্ঞো বাল্মীকের্নারদো বচ: । শ্রূয়তামিতি চামন্ত্ত্র্য প্রহৃষ্টো বাক্যমব্রবীৎ ৷ ১.১.৬৷৷
বাল্মীকির দ্বারা নিমন্ত্রিত ত্রিলোকজ্ঞ নারদ তাঁর কথা শুনে হৃষ্ট চিত্তে বললেন, ‘আমার কথা শোনো’, এবং এভাবে বলতে লাগলেন
💐💐💐
বহবো দুর্লভাশ্চৈব যে ত্বয়া কীর্তিতা গুণা: l
মুনে বক্ষ্যাম্যহং বুদ্ধ্বা তৈর্যুক্তশ্শ্রূয়তান্নর: ৷৷১.১.৭৷৷
হে মুনি ( এখানে বাল্মীকি কে বোঝাচ্ছে ), তুমি যেসব গুনের বর্ণনা দিলে, সেসব গুণসম্পন্ন কোন সাধারণ মানুষ অতি দুর্লভ। আমি (এখানে দেবর্ষি নারদ ) নিশ্চিত করে এইসব গুণসম্পন্ন একজনের কথা বলব। তুমি তা শ্রবণ কর।
💐💐💐
ইক্ষ্বাকুবংশপ্রভবো রামো নাম জনৈশ্শ্রুত: ৷
নিয়তাত্মা মহাবীর্যো দ্যুতিমান্ধৃতিমান্ বশী ৷৷১.১.৮৷৷
ইনি ইক্ষ্বাকু নামক রাজার বংশজাত, রাম ( যিনি সবাইকে আনন্দদান করেন ) নামে পরিচিত, দৃঢ় প্রকৃতি সম্পন্ন, অতুল শক্তির অধিকারী, দ্যুতিমান, ধৃতিমান, সমস্ত ইন্দ্রিয়কে নিজের বশে আনতে সক্ষম ।
💐💐💐
বুদ্ধিমান্নীতিমান্বাগ্মী শ্রীমান্ শত্রুনিবর্হণ: ৷
বিপুলাংসো মহাবাহু: কম্বুগ্রীবো মহাহনু: ৷৷১.১.৯৷৷
ইনি বুদ্ধিমান, নীতিবান, বাগ্নী, সুন্দর, শত্রুসংহারক, প্রশস্ত স্কন্দের ও সবল বাহুর অধিকারী, এনার গ্রীবা শঙ্খের আকৃতি সদৃশ, হনু সম্মুখে প্রলম্বিত ।
💐💐💐
মহোরস্কো মহেষ্বাসো গূঢ়জত্রুররিন্দমঃ ৷
আজানুবাহুস্সুশিরাস্সুললাটস্সুবিক্রমঃ ৷৷১.১.১০৷৷
বপু বিশালাকৃতি, দেহ বিরাটাকৃতি ধনু ধারণের উপযুক্ত, কন্ঠাস্থি মাংসল, শত্রু তথা পাপের সংহারক, বাহু আজানুলম্বিত, শিরে মহত্বের চিহ্ন, প্রশস্ত, সুন্দর ললাট আর ইনি অমিত বিক্রমের অধিকারী ।
💐💐💐
(ক্রমশঃ)