© শ্রী সূর্য শেখর হালদার
জয় শ্রী রাম !
দেবী সরস্বতী, আদি কবি মহর্ষি বাল্মীকি আর বাল্মীকি রামায়ণ এর বাংলা অনুবাদক শ্রী রাজশেখর বসু কে স্বশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি বাংলা রামায়ণ !
💐💐💐
রামায়ণ পর্ব : এক
কান্ড : বালকাণ্ড
সর্গ : প্রথম
শ্লোক : এক – পাঁচ
💐💐💐
তপস্স্বাধ্যায়নিরতং তপস্বী বাগ্বিদাং বরম্ l
নারদং পরিপপ্রচ্ছ বাল্মীকির্মুনিপুঙ্গবম্ ৷৷1.1.1৷৷
তপস্বী বাল্মীকি, যিনি তপস্যা আর অধ্যয়নে নিরত থাকেন, যিনি বেদজ্ঞ, পন্ডিতশ্রেষ্ঠ, সেই মুনিপুঙ্গব বাল্মীকি নারদকে জিজ্ঞাসা করলেন l
💐💐💐
কোন্বস্মিন্সাম্প্রতং লোকে গুণবান্কশ্চ বীর্যবান্ ৷
ধর্মজ্ঞশ্চ কৃতজ্ঞশ্চ সত্যবাক্যো দৃঢব্রত:৷৷1.1.2৷৷
সাম্প্রতিক কালে কে এমন আছেন যিনি গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞানী, কৃতজ্ঞ, সত্যবাদী এবং দৃঢ়ব্রত ( নিজের প্রতিজ্ঞায় সুদৃঢ় ) l
💐💐💐
চারিত্রেণ চ কো যুক্তস্সর্বভূতেষু কো হিত: ৷
বিদ্বান্ক: কস্সমর্থশ্চ কশ্চৈকপ্রিয়দর্শন: ৷৷1.1.3৷৷
এমন একজন যিনি চরিত্রবান, সর্বভূতের হিতসাধনকারী, বিদ্বান, যে কার্যে কেউ সমর্থ নয় এমন কার্য করতে সমর্থ, প্রিয়দর্শন (যাঁর দর্শনে মন আনন্দিত হয়ে ওঠে )l
💐💐💐
আত্মবান্কো জিতক্রোধো দ্যুতিমান্কোনসূয়ক: ৷
কস্য বিভ্যতি দেবাশ্চ জাতরোষস্য সংযুগে ৷৷1.1.4৷৷
এমন একজন যিনি আত্মনিয়ন্ত্রণে সক্ষম, জিতক্রোধ ( ক্রোধ কে যিনি জয় করেছেন ),
দ্যুতিমান, অসূয়া বা ঈর্ষা থেকে মুক্ত, যিনি যুদ্ধক্ষেত্রে ক্রোধিত হলে দেবতারাও যাঁকে ভয় পান l
💐💐💐
এতদিচ্ছাম্যহং শ্রোতুং পরং কৌতূহলং হি মে ৷
মহর্ষে ত্বং সমর্থোসি জ্ঞাতুমেবংবিধং নরম্ ৷৷1.1.5৷৷
হে মহর্ষি ( এখানে নারদ ) আমি (মহর্ষি বাল্মীকি) পরম কৌতূহল সহিত এইরকম একজন গুণসম্পন্ন মানুষ সম্পর্কে শুনতে ইচ্ছা করি l
💐💐💐
(ক্রমশঃ )
Mere prabhu sree Ram.
Bharat matar ioy hoke.
Comments are closed.