দলিত হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটলো বিহারের বেগুসরাইয়ে। অভিযোগের তির মুসলিম দুষ্কৃতীদের দিকে। হামলার পাশাপাশি জাত তুলে অশ্লীল মন্তব্য করা হয়েছে ওই দলিত হিন্দুদের। হামলায় কয়েকজন দলিত হিন্দু আহত হয়েছেন বলে খবর।

বেগুসরাই জেলার পিপড়া দেওয়াস গ্রামের দলিতরা প্রায়ই মুসলিম দুষ্কৃতীদের হাতে অত্যাচারের শিকার হন। তাদেরকে প্রায়শই জাত তুলে অশ্লীল ভাষায় মন্তব্য করা হয়। নিচু জাত -এমন কটাক্ষও শুনতে হয়। এমন ঘটনার মাঝেই কয়েকদিন আগেই ওই দলিত হিন্দুরা আক্রান্ত হন। তাদের পাড়া ঘিরে লাঠি, তরোয়াল, কাঁচের বোতল নিয়ে হামলা করে মুসলিম দুষ্কৃতীরা। তাদের হামলায় শঙ্কর পাসোয়ান ও তাঁর পরিবারের সদস্যরা আহত হন। কয়েকজন দুষ্কৃতীদের ছোঁড়া বোতলের আঘাতে আহত হন। ইতিমধ্যে দুষ্কৃতীদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই।
তবে দলিত হিন্দুদের অভিযোগ, এরকম ঘটনা প্রায় ঘটলেও পুলিস তেমন কোনো কড়া পদক্ষেপ নেয়না। তবে দলিতদের ওপর এমন অত্যাচারের ঘটনা ঘটলেও দলিত-মুসলিম ঐক্যের কারবারীদের দেখা মেলেনি। দলিতদের সুবিচারের জন্য কোনো রাজনৈতিক নেতাও এগিয়ে আসেনি।
Image credit: OpIndia