হিন্দু দেবদেবী সম্বন্ধে কুরুচিকর মন্তব্য যেন থামছেই না। মুর্শিদাবাদের লালগোলার পর এবারে একই ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। হিন্দু সম্প্রদায়ের শ্রদ্ধেয় ভগবান শ্রী কৃষ্ণ সম্বন্ধে অশালীন মন্তব্য করলেন এক মুসলিম যুবক। সেই মন্তব্য দেখার পর পুলিসে অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় পুলিস এবং ঐ মুসলিম যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইব্রাহিম মন্ডল।
জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত সাতগাছিয়াতে। ওই যুবক ফেসবুকে ভগবান শ্রী কৃষ্ণ সম্বন্ধে চরম অশালীন ভাষায় মন্তব্য করেন। সেই মন্তব্য দেখেই অনেক ধর্মপ্রাণ হিন্দুই ক্ষুব্ধ হন। পাশাপাশি বজরং দলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাছাড়া,একাধিক হিন্দু সংগঠনের তরফে ওই মুসলিম যুবককে গ্রেপ্তার করার দাবি তোলা হয়। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে, এমন মন্তব্যের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয় পুলিস। আজ বিকেলে তাকে গ্রেপ্তার করে মেমারী থানার পুলিস। পুলিসের এই ভূমিকা প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।