সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উত্তেজনামূলক পোস্ট করার দায়ে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিস। ওই যুবকের নাম শামীম হাসান। ওই যুবক বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তেজক পোস্ট করে আসছিলেন, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। ফলে দেরি না করে ওই যুবককে গ্রেপ্তার করলো পুলিস।
ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। সে ফেসবুকে বেশ কিছুদিন ধরেই সক্রিয় ছিল। সে একাধিক পোস্টে অন্যান্য ধর্মালম্বীদের বিরুদ্ধে উষ্কানীমূলক মন্তব্য করে আসছিল। পাশাপাশি ইসলামিক কট্টরপন্থা প্রচার করছিল, যা সুস্থ সমাজের পক্ষে ভয়ঙ্কর। সেই পোস্ট দেখার পরে অনেকেই ওই যুবককে গ্রেপ্তার করার দাবি জানিয়েছিলেন। তারপরেই ব্যবস্থা নেয় পুলিস। তাকে গত ২রা জুলাই গ্রেপ্তার করা হয়। এই কাজ করে নেটিজেনদের কাছে প্রশংসিত।