© মিতালী মুখার্জী
============
“বাঙলার বাঘ” আশুতোষের
যোগ্য পুত্র তুমি।
অসীম সাহসে লড়ে নিয়েছিলে
এই বাঙলার ভূমি।
সুরাবর্দির করাল গ্রাস আর
গাঁধি জিন্না মিল-
সবার মিলিত ষড়যন্ত্রই
ভারত কে ভেঙে দিল।
যুক্তবঙ্গ লক্ষ ওদের
কাফের হিন্দু বধ।
পাকিস্তানের সাজাবে অঙ্গ
এই ছিল মনোরথ।জিন্নার সাথে মুসলিম লীগ,
সুরাবর্দির ধাড়,
হিন্দুবধের জেহাদ ঘোষনা-
মৃত্যুর হাহাকার ।
গৃহ মন্দির বিগ্রহ আর
নারীর ধর্মনাশ
বীর প্রতাপের স্বপ্নভূমির
চরম সর্বনাশ ।
জ্বলছে আগুন হাহাকার আর
প্রলয়ের মহাকাল-
নৃশংসতার শেষ সীমা ছেড়ে
নামল মৃতের ঢল ।
শ্যামাপ্রসাদের কাঁপল হৃদয়
মায়ের চরণে নমি
গর্জন করে ছিনিয়ে আনল
হিন্দু আবাসভূমি।
আজকে আবার মেঘলা আকাশ
ভুলে গিয়ে ইতিহাস
ভাতঘুমে সুখে রয়েছে হিন্দু
ভাগ্যের পরিহাস।
ধোঁয়ায় ঢেকেছে পূব-পশ্চিম
দিকে দিকে হাহাকার ,
গরুর মাংস মায়ের গায়েতে
ভগ্ন শরীর মা’র।
ওঠ তোরা সব হুঙ্কার দিয়ে
যায় যাবে যাক প্রাণ।
শ্যামাপ্রসাদের স্বপ্ন “স্বভূমি “
করাবো পুণ্যস্নান ।।
এক যে ছিল শ্যামাপ্রসাদ
We are not big media organisation. Your support is what keeps us moving. Don't hesitate to contribute because, work, for society needs society's support. Jai Hind.