খ্রিস্টান মিশনারিদের প্রলোভনের ফাঁদে পা দিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়া এক আদিবাসী হিন্দু ব্যক্তি নিজের পূর্বপুরুষের ধর্মে ফিরতে চাইলেন। ওই ব্যক্তির নাম রমেশ হাঁসদা। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পাড়াশুডি জেলার সোপদেরা গ্রামের। তাঁর অভিযোগ, তাকে প্রলোভন দিয়ে খ্রিস্টান বানানো হয়েছিল এবং সে বর্তমানে হিন্দু ধর্মে ফিরতে চায়। এই মর্মে সে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছে।
রমেশ হাঁসদার বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সেই ভিডিওতে রমেশকে বলতে শোনা যাচ্ছে কিভাবে তাকে ধর্মান্তরিত করা হয়েছিল। রমেশের বক্তব্য, কয়েকবছর আগে সে খুব দুর্বল ছিল। তাঁর বাড়িতে খাবারের অভাব ছিল। সেইসময়, খ্রিস্টান মিশনারীরা তাঁর বাড়িতে আসে ওবং চাল-ডাল ও কিছু টাকা দেয়। খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তাকে আরও টাকা দেওয়ার লোভ দেখানো হয়। রাজি হয়ে যান রমেশ হাঁসদা। তাঁর আরও অভিযোগ, তাকে গরুর মাংস খাওয়ানোর চেষ্টা করেছিল খ্রিস্টান মিশনারীরা। কিন্তু তাঁর স্ত্রী আপত্তি জানায়। বিশ্ব হিন্দু পরিষদের নেতা কেশব রাজুর কাছে হিন্দু ধর্মে ফেরার আবেদন জানিয়েছে। তাঁর বক্তব্য, তাঁর সঙ্গে প্ররোচনা করা হয়েছে। সেটা বুঝতে পারার পর আর চার্চে যান না তিনি। এখন তিনি পূর্বপুরুষের সনাতন হিন্দু ধর্মে ফিরতে চান।