একদিকে যেমন সীমান্তে ভারত ও চীনের সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে লড়াইয়ের জন্য। তেমনি অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যেও চলছে তুমুল লড়াই। দুদলের সদস্যরা একে অপরকে আক্রমণ করছেন। তবে ইদানিংকালে কংগ্রেসের চীনা প্রেম নিয়ে কটাক্ষ করছেন অনেকেই। এবার তা নিয়ে কংগ্রেসকে বড়সড় হামলা করলেন বিখ্যাত কুস্তিগীর ববিতা ফোগত। টুইটারে তাঁর মন্তব্য, চীন ও পাকিস্তানের প্রতি প্রেমের কারণে কংগ্রেস একদিন শেষ হয়ে যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাহুল গান্ধীকে তাঁর সরাসরি প্রশ্ন, “আমি রাহুল গান্ধীকে একটা প্রশ্ন করতে চাই। তিনি ভারত না চীনের দিকের ঝুঁকে রয়েছেন? কিছুদিন ধরে চীনের প্রতি তাঁর প্রেম উপছে পড়ছে। ভারতের প্রতি কি তাঁর একটুও ভরসা নেই?” তাঁর করা টুইটের জবাবে মোদীজির প্রতি কটাক্ষ এসেছে কংগ্রেসের তরফে। তাঁরও জবাব দিয়েছেন ববিতা। তাঁর জবাব, এ ভারত হলো নতুন ভারত। কংগ্রেসের শাসনে থাকা ভারত নয়। এ ভারত পাল্টা জবাব দিতে জানে। পাশাপাশি দেশের সেনার ওপর তাঁর ভরসা আছে বলেও মন্তব্য করেন তিনি। তারপরেই কংগ্রেসের চীন প্রেম এবং পাকিস্তান প্রেম নিয়ে কটাক্ষ করেন ওই কুস্তিগীর।
প্রসঙ্গত, কংগ্রেসের পাকিস্তান প্রেম সর্বজনবিদিত। এর আগে বালাকোট হামলার প্রমান চেয়েছিলেন রাহুল গান্ধী। ডোকলাম ঘটনার সময় চীনের বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন রাহুল গান্ধী। এছাড়াও, ১৯৬২ সালের যুদ্ধে ভারতের বিস্তীর্ন অংশের জমি চীনকে ছেড়ে দিয়েছিলেন নেহেরু।