খ্রিস্টানদের যোগাভ্যাস ও প্রাণায়াম করতে নিষেধ করলো গ্রীসের অর্থোডক্স চার্চ। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, খ্রিস্টানদের জীবনে যোগাভ্যাসের কোনো স্থান নেই। কারণ এটি খ্রিস্টান ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়। এখানেই থেমে না থেকে তাদের বক্তব্য, যোগাভ্যাস হলো একটি হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত বিষয়। তাই খ্রিস্টানদের উচিত এটি এড়িয়ে চলা।
বেশ কিছুদিন ধরেই গ্রীসের সংবাদপত্রগুলি যোগাভ্যাসের পক্ষে সওয়াল করে আসছিলেন। তাদের বক্তব্য, যোগাভ্যাস করলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। আর তাতেই ক্ষিপ্ত অর্থোডক্স চার্চ। গ্রীসে যথেষ্ট প্রভাবশালী অর্থোডক্স চার্চ। রাজনীতি ও প্রশাসনে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। শুধু তাই নয়, গ্রীসের জনসংখ্যার ৯০ শতাংশ মানুষ অর্থোডক্স খ্রিস্টান। ফলে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই ঘোষণার পাশাপাশি, একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজিত যোগ শিবিরে যেতে নিষেধ করা হয়েছে খ্রিস্টানদের। যোগাভ্যাস ও প্রাণায়ামের মাধ্যমে খ্রিস্টানদের হিন্দু ধর্মের প্রতি আকর্ষণ বাড়তে পারে, এমনই আশঙ্কা অর্থোডক্স চার্চের। আর তাই এই নিষেধাজ্ঞা।