লক ডাউনে দীর্ঘদিন এ রাজ্যে আটকে থাকার পর অবশেষে বাড়ির পথে মতুয়া ভক্তরা। প্রশাসনের সহযোগিতায় বিশেষ বাসে করে তাদেরকে স্টেশনে পাঠানোর ব্যবস্থা করা হলো। তারপরেই তাঁরা ট্রেনে করে নিজের রাজ্য রাজস্থানে ফিরে যাবেন। এতদিন ওই মতুয়া ভক্তরা বনগাঁর বাড়িতে আটকে ছিলেন। তাদেরকে ফেরাতে বিশেষ উদ্যোগ নিলো রাজ্য সরকার।
প্রতি বছর ঠাকুরনগরে মতুয়া মেলা অনুষ্ঠিত হয়। সারা দেশের বিভিন্ন রাজ্য মতুয়া ভক্তরা এই মেলায় যোগ দিতে ভিড় করেন। এবছরও বিভিন্ন রাজ্য থেকে অনেকেই ঠাকুরনগরের মেলায় যোগ দিতে এসেছিলেন। সেরকমই রাজস্থান থেকে ৬৩ জনের একটি দল মতুয়া মেলায় যোগ দিতে এরাজ্যে এসেছিলেন। কিন্তু লক ডাউন ঘোষণা হয়ে যাওয়ায় এরাজ্যে আটকে পড়েন তাঁরা। বন্ধ হয়ে যায় মতুয়া মিলন মেলাও। ফলত আটকে পড়েন তাঁরা। কিভাবে নিজের রাজ্যে ফিরে যাবেন, তা নিয়ে চিন্তায় পড়েছিলেন। শেষমেশ স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাদের ফেরার ব্যবস্থা করা হয়। তাদেরকে বিশেষ বাসে করে শালিমার স্টেশনে নিয়ে যাওয়া হয়। তারপর তাদেরকে রাজস্থানগামী ট্রেনে তুলে দেওয়ার কথা। আপাতত বাড়ি ফেরার ব্যবস্থা হওয়ায় খুশি ওই মতুয়া ভক্তরা।