মুসলিম রাষ্ট্র পাকিস্তানের বিমান বাহিনীতে এক হিন্দু যুবক পাইলট হিসেবে যোগ দিলেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটলো। ওই যুবকের নাম রাহুল দেব। মাত্র ২০ বছর বয়সেই সে পাকিস্তান বিমান বাহিনীর(PAF) পাইলট হিসেবে যোগ দিলেন। ইতিমধ্যেই পাকিস্তানের বিমান বাহিনীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানিয়ে টুইট করা হয়েছে। টুইটে বলা হয়েছে, রাহুল দেবকে জেনারেল ডিউটি পাইলট অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি সেদেশের বড়ো বড়ো সংবাদপত্র এবং রেডিও পাকিস্তান এই ঘটনা প্রচার করছে। তাঁরা এই ঘটনাকে পাকিস্তানের ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা বলে উল্লেখ করেছেন।
রাহুল দেব সিন্ধু প্রদেশের বাসিন্দা। তাঁর বাড়ি ওই প্রদেশের প্রত্যন্ত থারপারকার গ্রামে। সেখান থেকে উঠে এসে PAF-এর পাইলট হওয়ার যাত্রাপথ মোটেই সহজ ছিল না। বিশেষকরে যখন পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটে। তার ওপর সিন্ধু প্রদেশেই হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা বেশি ঘটে। নাবালিকা হিন্দু তরুণীদের অপহরণ করে ইসলামে ধপ্রমান্তরণ করার পাশাপাশি হিন্দুদের রেশন না দেওয়ার ঘটনা এই সিন্ধু প্রদেশেরই ঘটনা। তারপরেও একজন হিন্দুর পাকিস্তানের বিমান বাহিনীর পাইলট হিসেবে নিযুক্ত হওয়া, বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা তো বটেই।