করোনা মহামারীর সময়েও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মৌলবাদী মানসিকতার মুসলিম দুষ্কৃতীদের হামলা অব্যাহত। প্রায় রোজ দেশের কোথাও না কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মস্থানের ওপর হামলার ঘটনা ঘটে চলেছে। আর প্রতি ক্ষেত্রেই অভিযুক্তরা মুসলিম দুষ্কৃতী।
এবার বাংলাদেশের সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মস্থানের ওপর হামলার ঘটনা ঘটলো। চট্টগ্রামের লোহাগাড়া এলাকার বৌদ্ধ বিহার হামলা চালালো একদল মুসলিম দুষ্কৃতী। গত ৪ঠা মে, সোমবার ভোরে এই ঘটনা ঘটে। মুসলিম দুষ্কৃতীরা বৌদ্ধ বিহারের ভিতরে ভাঙচুর চালানোর পাশাপাশি বিহারের ভিতরে থাকা বৌদ্ধ মন্দির ভাঙচুর চালায়। ভাঙচুর করে মন্দিরে থাকা বুদ্ধ মূর্তিও। এমন কি মুসলিম দুষ্কৃতীরা বৌদ্ধ বিহারের ভিতরে গুলিও ছোঁড়ে।
বৌদ্ধ বিহারের দায়িত্বে থাকা বৌদ্ধ ভিক্ষু এস ধর্ম তিলক জানিয়েছেন যে ৪০-৫০ জন মুসলমান দুষ্কৃতী বৌদ্ধ বিহার লাঠি, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন। ঘটনার পর এলাকার বৌদ্ধ ধর্মালম্বী মানুষেরা আতঙ্কের মধ্যে রয়েছে। পুলিস বাহিনী একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে।