
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মস্থানের ওপর হামলা অব্যাহত। এবার রাতের অন্ধকারে এক মন্দিরে ভাঙচুর করে আগুন দিলো দুষ্কৃতীরা। ঘটনা বাংলাদেশের লক্ষীপুর শহরের শাঁখারীপাড়া এলাকার রক্ষা কালী মন্দিরে গত ২৬শে এপ্রিল, রবিবার রাতে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, দুষ্কৃতীরা ওই রাতে মন্দিরে প্রথমে গ্রিলের দরজা কেটে ভিতরে ঢোকে। তারপর মন্দিরের ভিতরে থাকা প্রতিমাগুলিকে ভাঙচুর করে। তারপরেই আগুন ধরিয়ে দেয়। পরেরদিন সকালে মন্দিরের পুরোহিত এসে দেখেন যে মন্দিরের গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। পুরোহিত ভিতরে ঢুকে দেখেন যে প্রতিমা ভাঙা এবং আর একটি প্রতিমা আগুনে পুড়ে গিয়েছে। তারপরেই খবর দেওয়া হয় পুলিসকে। খবর পেয়ে সদর থানার ওসি আজিজুর রহমান ঘটনাস্থলে আসেন এবং পুরো জায়গাটি ঘুরে দেখেন। পাশাপাশি দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন তিনি।