
আবারও হামলার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন। এবার জমি দখলের বাধা দেওয়ায় হিন্দু পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলো মুসলিম দুষ্কৃতীরা। হামলায় আহত হয়েছেন ওই হিন্দু পরিবারের ৫ জন।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে ০২-০৪-২০২০ গত বৃহস্পতিবার আনুমানিক বেলা ১টার দিকে, হবিগঞ্জ জেলার অন্তর্গত আজমেরীগঞ্জ থানার ৩ নং জলসুখা ইউনিয়ন ও গ্রাম। খাস জমি (খাল) থেকে সামান্য একটু মাটি কাটার অপরাধে হিন্দু বাড়িতে গিয়ে ২ জন মহিলা সহ ৫ জনের উপর বর্বরোচিত হামলা করেছে! হামলায় আহত হয়েছেন স্বর্না গোপ(১৫), অর্চনা রানী গোপ ( ৩৫), বাবুল গোপ (৩৭), সাগর গোপ(১৬), বারেন্দ্র গোপ (৩৩)।
একটি কুচক্রী মহল, তারা আওয়ামি লীগের প্রভাব দেখিয়ে হামলা চালিয়েছে! নেতৃত্ব দিয়েছেন মোঃ শেখ মোশাহিদ আহমেদ টেনু, আইন বিষয়ক সম্পাদক আওয়ামি লীগ ৩ নং জলসুখা ইউনিয়ন, মোঃ তোফাজ্জল আহমেদ অনিক, সাধারন সম্পাদক ছাত্রলীগ আজমিরীগঞ্জ উপজেলা সহ মোঃ মোফাজ্জল আহমেদ, মোঃ মোতাহের আহমেদ, মোঃ শফিক মিয়া, মোঃ আশিকুর মিয়া, মো সাজিজুর মিয়া।
এখন পর্যন্ত থানায় মামলা হয়নি তবে মামলা করার প্রস্তুতি চলছে।