আফগানিস্তানের রাজধানী কাবুলের শোর বাজার এলাকার শিখ গুরুদ্বারাতে জিহাদি হামলার দায় নিলো ইসলামিক স্টেট(ISIS)। নিজস্ব মিডিয়া এজেন্সি ‛আমাক’(AMAQ)-এ হামলার দায় স্বীকার করেছে তাঁরা। হামলা চালিয়েছে কেরালার ইসলামিক স্টেট জঙ্গি আবু খালিদ আল-হিন্দি। তাঁর চালানো এলোপাথাড়ি গুলিতে ২৮ জন শিখ সংখ্যালঘুর মৃত্যু হয়েছে।
ইসলামিক স্টেটে যোগ দেওয়ার আগে কেরালার কাসারগড়ে দোকান চালাতো মহম্মদ সাজিদ। গত ২০১৬ সালে সে এবং আরও ১৪জন যুবক ইসলামিক স্টেটে যোগ দেওয়ার লক্ষে আফগানিস্তানে পাড়ি দেয়। ইসলামিক স্টেটে যোগ দেওয়ার পরে তাঁর নাম হয় আবু খালিদ আল-হিন্দি। ইতিমধ্যেই কাসারগড়ের IS মডিউল কেসের তদন্ত করছে NIA। সেই কেসে মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে মহম্মদ সাজিদের। তাঁর নামে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি হয়েছে। কাশ্মীরে ভারতীয় সেনা নাকি অত্যাচার চালিয়েছে, তাঁর প্রতিবাদে এই জিহাদি হামলা।

আফগানিস্তানের গুরুদ্বারাতে হামলার পর নিরাপত্তা এজেন্সিগুলির সন্দেহ ছিল তালিবানের ওপর। কিন্তু তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইট করে নিশ্চিত করেন যে তালিবান এই হামলা চালায়নি। তারপরেই ইসলামিক স্টেট এই জিহাদি হামলার দায় স্বীকার করে। ইরাক-সিরিয়ায় ইসলামিক স্টেট পরাজিত হওয়ার পরে আফগানিস্তানে আশ্রয় নেয় জিহাদিরা। এই হামলাই সেই তত্বের প্রমান দিলো।