
আবারও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মস্থান হামলা চালালো মুসলিম দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে হামলা চালিয়ে কালী মন্দির এবং মূর্তি ভাঙচুর করলো দুষ্কৃতীরা। ঘটনা বাংলাদেশের নেত্রকোনা জেলার খিলাটি ইউনিয়নের কলমাকান্দি গ্রামের। গতকাল ৭ই মার্চ, শনিবার রাতে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, গ্রামের মধ্যে রাস্তার ধারে টিনের ছাউনি দেওয়া কালী মন্দিরটি অবস্থিত। গতকাল রাতে বেশ কিছু মুসলিম দুষ্কৃতী মন্দিরে হামলা চালায়। তার মন্দিরটিতে ভাঙচুর করে। কালী মূর্তির মাথা ভেঙে মন্দিরের পাশে জমিতে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনা জানাজানি হওয়ায় ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। তারা এই ঘটনায় মর্মাহত এবং হতভম্ব। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং দোষীদের গ্রেপ্তার করার দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা।