
শুধুমাত্র ধর্মীয় কাজই নয়, একজন মুসলিম মহিলার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করে মানবিকতার অনন্য নজির গড়লেন বজরং দলের সদস্যরা।মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত মুসলিম বোনের পাশে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এলেন পুরুলিয়ার বজরং দলের সদস্যরা।
গত পয়লা মার্চ সন্ধ্যা ৭টার সময় রঘুনাথপুর আইটিআই রোডের সামনে সিমি খাতুনের এর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় এক অজ্ঞাত পরিচয় গাড়ি ধাক্কা মেরে চলে যায় ।এই মর্মান্তিক দুর্ঘটনার এর ফলে বোনটির মুখের ডান পাশের চোয়াল ভেঙে গেছে আর মাথায় গুরুতর আঘাত লেগেছে। সে এখন রাঁচির রিমস হসপিটালে ভর্তি আছে ।
অর্থের অভাবে এই বোনের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না, সংবাদটি পাওয়া মাত্র বজরং দলের সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।বজরং দলের সদস্যরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমজনতা সাধারণ মানুষের কাছে আবেদন করছেন সাহায্যের জন্য। তাদের পক্ষে আবেদন জানানো হয়েছে যেন নিজেদের সামর্থ্য মতো বোনটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যেই বজরং দলের সোশ্যাল মিডিয়ার প্রচার দেখে বহু হিন্দুত্ববাদী মানুষজন ওই বোনের সহায়তায় এগিয়ে এসেছেন।
পুরুলিয়ার রঘুনাথপুর শহরের সংযোজক প্রণব বিশ্বাসের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানিয়েছেন, ‛আমাদের সনাতন ধর্ম শিখেছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাই আমরা এই ভয়ঙ্কর দুর্ঘটনা আক্রান্ত মুসলিম বোনটির পাশে দাঁড়িয়েছি।সিমি খাতুনের পরিবারের মেয়েটিকে সুস্থ করে বাড়ি নিয়ে আসার জন্য যে পরিমানে টাকার প্রয়োজন তাঁর ১০% টাকা জোগাড় করার উপায় সিমি খাতুনের পরিবারের নেই। তাই আমরা বজরং দলের সকল সদস্যরা এই বোনটির পরিবার সুস্থ হওয়া পর্যন্ত পাশে আছি থাকবো।’