
তামিলনাড়ুর একটি মন্দিরে পাওয়া গেল গুপ্তধনের সন্ধান। মন্দিরের ভিতরে মাটি খুঁড়ে পাওয়া গেলো প্রাচীন স্বর্ণমুদ্রা। মোট ৫০৫টি স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছে। ঘটনা গতকালের।
জানা গিয়েছে, তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলার থিরুবানাইকভাল এলাকার জাম্বুকেস্বরার মন্দিরের নির্মাণ কাজ চলছিল। খোঁড়াখুঁড়ির সময় মাটির তলা থেকে একটি প্রাচীন কলসি উঠে আসে। সেই কলসির ঢাকনা খুলতেই দেখা যায় যে তাঁর ভিতরে স্বর্ণমুদ্রা ভর্তি রয়েছে। দেখা যায় যে মোট ৫০৫টি স্বর্ণমুদ্রা রয়েছে। স্বর্ণমুদ্রাগুলির মোট ওজন ১ কেজি ৭১৬ গ্রাম। তবে মুদ্রাগুলি কোন সময়ের তা জানা যায়নি। পরে মুদ্রা পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস আসে। স্বর্ণমুদ্রাগুলির ঐতিহাসিক গুরুত্বের কথা ভেবে এবং নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিসের হাতে স্বর্ণমুদ্রাগুলি তুলে দেওয়া হয় মন্দিরের তরফে। স্বর্ণমুদ্রাগুলি কোন সময়ের, তা যাচাই করে দেখবে রাজ্যের প্রত্নতত্ববিভাগ। অনুমান করা হচ্ছে যে মন্দিরের নীচে আরও এইরকম স্বর্ণমুদ্রা থাকলেও থাকতে পারে।