
আদিবাসী ভাইদের অধিকার রক্ষাসহ হিন্দুদের একাধিক সমস্যা সমাধানের দাবিতে মালদার জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিলো মালদার সামাজিক সংগঠন হিন্দু কমিউনিটি অফ মালদা। ডেপুটেশনে কয়েকহাজার আদিবাসী মানুষজন মিছিল করে জেলাশাসকের দপ্তরে পৌঁছান।
গতকাল ২৪শে ফেব্রুয়ারি এই ডেপুটেশনে মালদার হিন্দুদের অপর হওয়া একাধিক অন্যায়ের প্রতিকার চাওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চাঁচলে শ্মশানের জমি দখল করা প্রতিরোধ করা এবং সেই জমি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার দাবি। এছাড়াও, মোথাবাড়িতে হিন্দু সম্প্রদায়ের ওপর জিহাদি আক্রমণের সুবিচারের দাবিও জানানো হয়। এছাড়াও, OBC-A বাতিলের দাবিও জানানো হয় জেলাশাসকের কাছে। সংগঠনের নেতাদের বক্তব্য যে, এই সংরক্ষণের মাধ্যমে হিন্দুরা সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই ডেপুটেশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসীরা নেতৃত্ব দেন। সংগঠনের বিশিষ্ট নেতৃত্ব সব্যসাচী দাস জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা চলায় আমরা মাইক ব্যবহার করিনি। আগামীদিনে আদিবাসী ও হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে আমরা সবসময় সক্রিয় থাকবো।