
এবার দুষ্কৃতীদের হামলার শিকার হলো শিলিগুড়ির জাগ্রত কালী মন্দির। রাতের অন্ধকারে মন্দিরে হামলা চালিয়ে মন্দিরের ভিতরে থাকা কালী প্রতিমা ভাঙচুর করলো দুষ্কৃতীরা। ঘটনা গতকাল রাতের।
জানা গিয়েছে, শিলিগুড়ির সুকান্ত পল্লীতে অবস্থিত পুরোনো কালী মন্দির হলো শিব শক্তি কালী মন্দির। কিন্তু গতকাল রাতে একদল দুষ্কৃতী মন্দিরে ঢুকে কালী মূর্তিটি ভাঙচুর করে। তারপর তারা পালিয়ে যায়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন যে মন্দিরের প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যে চারিদিকে এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা মন্দিরের সামনে ভিড় জমান। তাঁরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান। পরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী মন্দিরে ঢুকে মূর্তিতে ভাঙচুর চালাচ্ছে। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে পুলিস।