
পাকিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে আসা এক হিন্দু শরণার্থী পঞ্চায়েত প্রধান নির্বাচিত হলেন। ওই মহিলার নাম নীতা কানওয়ার। ঘটনা রাজস্থানের তংক জেলার নাটওয়াড়া গ্রাম পঞ্চায়েতের।
জানা গিয়েছে, ২০০০ সাল নাগাদ ভারতে আসেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা নীতা কানওয়ার। এখানে এসে তিনি পড়াশুনো শুরু করেন নতুন করেন। ২০০৫ সালে আজমেরের সোফিয়া কলেজ থেকে BA পাস করেন। তারপরে ২০১১ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় পুণ্য প্রতাপ করণের । বিয়ের পরেই ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন। দীর্ঘ কয়েক বছর পর নীতা নাগরিকত্ব পান ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। তারপরেই এই বছর রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। ভোটে জিতেও যান। ভোটে জিতে নাটওয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন নীতা কানওয়ার। হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পেলে তারাও নতুন করে কিছু করে দেখাতে পারে, নীতা কানওয়ার তার জ্বলন্ত উদাহরণ।