
কেরালার পালাক্কাড জেলার একটি ধ্বংসপ্রাপ্ত রাম মন্দিরের পুনরায় নির্মাণের কাজ চলছে। মন্দিরটি পুনরায় নির্মাণের জন্য অর্থ সাহায্য করেছে বেঙ্গালুরুর সংগঠন উগ্র নরসিংহ ট্রাস্ট।
জানা গিয়েছে, পালাক্কাড জেলার পত্তিহারা পঞ্চায়েত এলাকায় একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে। শ্রী রাম মন্দিরটি মহিসুর শাসকের আক্রমণে ধ্বংস হয়ে যায়। এদিকে গ্রামের হিন্দু বাসিন্দাদের মধ্যে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরণের সংখ্যা বাড়ছিল। তাদের উপাসনার জন্য মন্দিরটির পুনর্নির্মাণ খুবই জরুরি ছিল। এগিয়ে আসে নরসিংহ ট্রাস্ট। মন্দিরের পুনর্নির্মাণ শুরু হয়। মূর্তিটি জঙ্গল থেকে উদ্ধার করে পালিস করা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর কেটে নকশা তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই মন্দিরের ভীত তৈরির কাজ সম্পন্ন। নরসিংহ ট্রাস্ট-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সারা কেরালার মোট ৩০০টি ধ্বংসপ্রাপ্ত মন্দির পুনর্নির্মানের প্রকল্প হাতে নিয়েছেন। ইতিমধ্যেই কয়েকটি মন্দির নির্মাণের কাজ শেষ হয়েছে। পালাক্কাড জেলার রাম মন্দিরের নির্মাণ কাজও প্রায় শেষের মুখে।