
পাকিস্তানে অবস্থিত শিখ সম্প্রদায়ের পবিত্র তীর্থক্ষেত্র নানকানা সাহিবে হামলা চালালো একদল উন্মত্ত মুসলিম জনতা। উন্মত্ত মুসলিম জনতা অনবরত শিখ বিরোধী শ্লোগান দিতে থাকে। তাঁরা গুরুদ্বার লক্ষ্য করে ব্যাপক পাথর ছুঁড়তে থাকে। সেইসময় ভারত থেকে পাকিস্তানে যাওয়া একদল শিখ পুণ্যার্থী গুরুদ্বারে ছিলেন। এই ঘটনা গতকাল ৩রা জানুয়ারি, শুক্রবার এই ঘটনা ঘটে।
নানকানা সাহিবে হামলার ঘটনার একটা ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে যে একদল উন্মত্ত মুসলিম জনতা গুরুদ্বারে জমায়েত করেছে। তাঁরা অনবরত শিখ বিরোধী শ্লোগান, আল্লাহু আকবর শ্লোগান দিয়ে গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছুঁড়ছে। এই ঘটনা সামনে আসার পর বিশ্বব্যাপী শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। পাঞ্জাবের শিখরা নানকানা সাহিব রক্ষায় ভারতের হস্তক্ষেপ দাবি করেছেন। সেইসঙ্গে সেখানে আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনার কড়া নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করেছে। এই ঘটনা প্রসঙ্গে অমিত শাহ বলেছেন এই ঘটনা প্রমান করে পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো কিছুই সুরক্ষিত নয়। প্রসঙ্গত, নানকানা সাহিব হলো গুরু নানকের জন্মস্থান এবং বিশ্বব্যাপী শিখদের কাছে এক পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত।