
এতদিন ভোটের জন্য মুসলিম তোষণ তো ছিলই। এবার খ্রিস্টান তোষণ দেখা গেল। সৌজন্যে জগণ রেড্ডির নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকার। খ্রিস্টান সম্প্রদায়ের মন পেতে চার্চ তৈরিতে সরকারি অর্থ বরাদ্দ করলেন তিনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, তিনটি চার্চ তৈরির জন্য মোট ১৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে অন্ধ্র প্রদেশ সরকার। তিনটি চার্চই গুনটুর জেলায় তৈরি করা হবে।যে তিনটি চার্চের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, সেগুলি হলো- ১) গুনটুর জেলার কালভারি চার্চ, ২) গুনটুর জেলার নিজামপট্টনম মন্ডল এলাকার গ্লোরিয়াস চার্চ এবং ৩) নিজামপট্টনম মন্ডল এলাকার ব্লেসি চার্চ । সরকারের এই ঘোষণায় ইতিমধ্যেই সাধারণ মানুষজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষজন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেছেন। ধর্মনিরপেক্ষ দেশে কি করে একটি রাজ্য সরকার শুধুমাত্র একটি ধর্ম সম্প্রদায়ের চার্চ তৈরিতে অর্থ বরাদ্দ করতে পারে, সে প্রশ্নও তুলেছেন তারা।