
যাদবপুরের একজন ছাত্রীর CAA – আইনের কপি ছিঁড়ে ফেলার ঘটনার নিন্দা অনেকেই করেছেন। তাছাড়া এর আগে বাবুল সুপ্রিয়কে ঘেরাও, রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ ইত্যাদি ঘটনার কথা তো আমরা সকলেই জানি। কিন্তু কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আচরণ এইরকম কেন? কেন তাঁরা দেশের সংবিধান মেনে পাস হওয়া একটা আইনকে সম্মান জানাতে পারে না? কেন এই বিক্ষোভ? চলুন একবার ঘুরে আসা যাক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
অতি বামপন্থী ছাত্র সংগঠন AISA-এর বিরাট প্রভাব রয়েছে। পুরো ক্যাম্পাস জুড়েই মোদি বিরোধী, নকশালদের সমর্থনে লেখা বিভিন্ন দেওয়ালে যে কেউই দেখতে পাবেন। সেইসঙ্গে দেখতে পাওয়া যাবে তীব্র মোদি বিরোধিতা।

মুখে সহিষ্ণুতার কথা বললেও ক্যাম্পাসে ABVP-এর পতাকা ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখবেন। যদিও বলে থাকে যে ওরা গণতন্ত্রের জন্য লড়াই করছে।

দেখতে পাবেন আরবান নকশালদের সমর্থনে নানা ছবি।

মোদি সরকার ফ্যাসিস্ট, এটাও দেখতে পাবেন।

শিক্ষা মন্ত্রীর শিক্ষা নেই, এটাও দেখা যায়।

সব মিলিয়ে একটা কথা পরিষ্কার বোঝা যায়, এখানকার ছাত্র-ছাত্রীরা মুখে আজাদীর শ্লোগান দিলেও, গণতন্ত্রের রক্ষায় আন্দোলন করার কথা বললেও নিজেরা কতটা আইন কিংবা গণতন্ত্রকে সম্মান করেন, সেটাই একটা বড় প্রশ্ন।