
নাগরিকতা সংশোধনী আইন(CAA) -এর প্রতিবাদে সারা দেশ জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। প্রতিবাদের নামে নির্বিচারে নষ্ট করা হচ্ছে সরকারি সম্পত্তির। বাদ যায়নি উত্তর প্রদেশও । প্রতিবাদের নামে রাজ্যজুড়ে হিংসা ছড়িয়ে পড়েছে। তবে প্রথম থেকেই হিংসা দমনে কড়া যোগী আদিত্যনাথের সরকারের। হিংসা দমনে তদন্ত করতে গিয়ে জানা যায় যে লখনোউতে হিংসায় মদত রয়েছে মৌলবাদী সংগঠন PFI(পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া) -এর ।
এরপরেই তদন্তে নেমে ৬জন PFI সদস্যকে গ্রেপ্তার করে সে রাজ্যের পুলিস। তদন্তে জানা যায় যে ওরা সকলেই পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা। তাঁরা কাজের সূত্রে উত্তরপ্রদেশে থাকতো। কাজের ফাঁকে তারা মৌলবাদী সংগঠন PFI-এর মতবাদ প্রচার করতো। পুলিস তদন্তে জানা গিয়েছে, হিংসা ছড়ানোর পিছনে ওই ৬ জনের উস্কানিমূলক প্রচার ছিল। সেইসঙ্গে ওই ৬ জনের যোগ পাওয়া গিয়েছে নিষিদ্ধ ইসলামিক ছাত্র সংগঠন SIMI(সিমি)-এর সঙ্গে। হিংসায় আরও কারা কারা জড়িত, তাদের নাগাল পেতে তদন্ত চালাচ্ছে উত্তর প্রদেশ পুলিস।