
তীব্র ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। সেইসঙ্গে ঘন কুয়াশা। কোনো কোনো দিন সূর্যের দেখাও মিলছে না। আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে গরু পাচারকারীরা। ঘন কুয়াশার সুযোগে কোচবিহারের তুফানগঞ্জ সীমান্তে বেড়ে গিয়েছে বাংলাদেশে গরু পাচার। বিএসএফ নজরদারি বাড়ালেও ঘন কুয়াশার সুযোগ নিচ্ছে পাচারকারীরা। ঘন কুয়াশার ফলে নজরদারি চালাতেও অসুবিধা হচ্ছে বিএসএফ জওয়ানদের। তবুও নজরদারি চালিয়ে যাচ্ছেন জওয়ানরা। এমনকি আসাম থেকেও পাচারকারীরা আসছে তুফানগঞ্জে। কারণ গত কয়েকদিন আগেই তুফানগঞ্জ বালাভূতে গরু পাচারের সময় বিএসএফ জওয়ানেরা বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয় গরু পাচারকারীরা। বাধ্য হয় গুলি চালাতে হয় বিএসএফ-কে। তাতে এক পাচারকারীর মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই পাচারকারীর বাড়ি আসামের ধুবড়ি জেলায়। অনেকসময় পাচারকারীরা বড়ো বড়ো দলে থাকে। ফলে অনেকসময় পাচার থামাতে গিয়ে আহত হচ্ছেন বিএসএফ জওয়ানরা। এই প্রসঙ্গে বিএফএফ-এর কোচবিহার সেক্টরের ডিআইজি ভি কে সিং বলেন প্রতিদিন প্রচুর কুয়াশা পড়ছে। সেই কারণে আমরা সীমান্তের বালাভূত, জলজলি, তলাই এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। নজরদারিও বাড়ানো হয়েছে। পাচার বন্ধ করার জন্যই এইসব পদক্ষেপ নেওয়া হয়েছে।