
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার অব্যাহত। এবার হিন্দুদেরকে ঘর-বাড়ি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালালো একদল মুসলিম দুষ্কৃতী। ঘটনাটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অন্তর্গত কবীরমামুদ গ্রামের। গতকাল ১৪ই ডিসেম্বর সকাল ৬টার সময় এই ঘটনা ঘটে। গ্রামে মাত্র ৫ ঘর হিন্দুর বসবাস। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। গ্রামের কিছু মুসলিম দুষ্কৃতী হিন্দুদের চাষের জমি দখল করে নেয়। তার প্রতিবাদে হিন্দুরা মামলা দায়ের করলে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই মুসলিম দুষ্কৃতীরা। তারা গতকাল সকালে ওই হিন্দু বাড়িগুলিতে হামলা চালায়। তারা হিন্দুদের বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দেয়। সেইসঙ্গে বাড়ির পশে থাকা মন্দিরেও হামলা চালায় ওই দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করার পর আগুন লাগিয়ে দেয়। এই হামলায় আতঙ্কে রয়েছে সুশীল বর্মন, নিবারণ চন্দ্র বর্মন এবং হরিকান্ত বর্মনের পরিবার। তারা অসহায় বোধ করছেন। এমতবস্থায় স্থানীয় কিছু মুসলমান প্রতিবেশী তাদের পাশে দাঁড়িয়েছেন। তারা পুলিশে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের কোনো খবর নেই।