সুগন্ধা শক্তিপীঠ, বরিশাল
বর্তমান বাংলাদেশের শিকারপুর গ্রামে অবস্থিত সুগন্ধা শক্তিপীঠ। এটি ৫১ শক্তিপীঠের একটি। এটি বরিশালের ১০মাইল উত্তরে অবস্থিত। কথিত আছে, মা সতীর নাক এখানে পড়ে। সেখানেই এই মন্দির গড়ে তোলা হয়। এখানে মা সতী সুনন্দা দেবী হিসেবে পূজিতা হন। বাবা মহাদেব ত্রৈম্বক হিসেবে পূজিত হন। মন্দিরটি কোন সময়ে নির্মাণ করা হয়েছিল, তা জানা যায়না। তবে মন্দির দেখে বোঝা যায় যে মন্দরটি অতি প্রাচীন। পুরো মন্দিরের গঠনশৈলী অপূর্ব। পুরো মন্দিরটি পাথরে তৈরি। সেইসঙ্গে মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর ছবি খোদাই করা আছে। মন্দিরের দেওয়ালে বিভিন্ন খোদাই করা ছবি অপূর্ব দক্ষতার প্রমান দেয়। প্রতি বছর এই মন্দিরে শিব-চতুর্দশীর সময় বড় উৎসব হয়। সেই উপলক্ষে ব্যাপক জনসমাগম হয় মন্দিরে। (ক্রমশ)
