
বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষজনের সাহায্যার্থে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের পাঠানো ত্রাণের গাড়ি আটকালো তৃণমূল সমর্থকেরা। গাড়ি ছাড়াতে আসরে নামতে হলো পুলিসকেও। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার। পুলিস সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় একটি ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী পাঠান ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। সেইমতো গতকাল দুপুর নাগাদ গাড়িটি এসে পৌঁছায় নামখানায়। সেই ত্রাণ সামগ্রী স্থানীয় বিজেপি নেতৃত্বের হাত দিয়ে এলাকায় বিতরণ হওয়ার কথা ছিল। আর তাতেই আপত্তি জানায় স্থানীয় তৃণমূল সমর্থকেরা। তাই তারা গাড়িটি আটকে দেয়। এই খবর পাওয়ার পর নামখানা থানার পুলিস গাড়িটিকে থানায় নিয়ে আসে। তাতেও থামেনি বিক্ষোভ। পরে আশেপাশের থানা থেকে বিশাল পুলিসবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। আর তারপরেই ত্রাণ সামগ্রী ভর্তি গাড়িটি সংশ্লিষ্ট এলাকায় পৌঁছায়। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য বকখালি গিয়েছিলেন বাবুল। তখনও বকখালি যাওয়ার পথে কালো পতাকা দেখায় নামখানা শিবানী মন্ডল মহাবিদ্যালয়ের কলেজ পড়ুয়ারা।
Great article
Comments are closed.