
এতদিন যে দাবি গোপনে মুসলিম মৌলবাদী সংগঠনগুলি করে আসছিল, এবার সেই দাবি সম্বলিত ব্যানার দেখা গেল খোদ কলকাতার বুকে ধর্মতলায়। কে বা কারা এই ব্যানার লাগিয়েছে, তা এখনো জানা যায়নি। সেই ব্যানারে দাবি তোলা হয়েছে যে বাংলা ভাষাভাষী অঞ্চলগুলোকে একত্রিত করে স্বাধীন “বাঙালিস্তান’ গড়া হোক। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এই ব্যানার দেখা গিয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা নিয়ে বাঙালিস্তান গড়ার ডাক দিয়ে জামাত, জেএমবিসহ বাংলাদেশের একাধিক মৌলবাদী সংগঠনগুলি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছে। এনআইএ একাধিকবার এই দাবি সম্বলিত প্রচার, পুস্তিকা উদ্ধার করেছে। কিন্তু প্রকাশ্যে বাঙালিস্তান গড়ার দাবি এই প্রথমবার দেখা গেল। তবে পোস্টার ঘিরে জাতীয়তাবাদী শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন এবং নাগরিক সমাজের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। নেটিজেনদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ এবং আশঙ্কা ব্যক্ত করেছেন। অনেকে আবার এই ব্যানারের নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।