
রবিবার এনডিএ-র বৈঠকে থাকছে না মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপি-র হাত ধরে সরকার গড়া প্রায় চূড়ান্ত করে ফেলা শিবসেনা। এই খবর জানিয়ে সেনা-সাংসদ সঞ্জয় রাউত শনিবার দাবি করেছেন, ‘‘বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে আনুষ্ঠানিক ভাবে বেরিয়ে আসাটাই কেবল বাকি রইল।’’ একটি ইঙ্গিতবাহী টুইটবার্তায় এ দিন বিজেপির শরিক হিসাবে কাটানো দিনগুলিকে ‘যন্ত্রণাদায়ক’ বলেও বর্ণনা করেছেন রাউত।
রবিরার দিল্লিতে এনসিপি নেতা শরদ পওয়ার ও কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর বৈঠকে শিবসেনার সঙ্গে মিলে সরকার গড়ার বিষয়টি চূড়ান্ত করার কথা ছিল। এর পরে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে পাশে নিয়ে তাঁরা সেই কথা ঘোষণা করবেন, এখনও এমনই ঠিক রয়েছে। কিন্তু পওয়ার রবিবারে দলের কোর কমিটির বৈঠক ডাকায় সনিয়ার সঙ্গে বৈঠক এক দিন পিছোতে পারে বলে ইঙ্গিত মিলেছে। কংগ্রেস ও এনসিপি-র নেতারা মনে করছেন, কোর কমিটির বৈঠক সেরে দিল্লি পৌঁছে সনিয়ার সঙ্গে বৈঠকে বসে উঠতে পারবেন না বর্ষীয়ান পওয়ার। তবে তাতে সরকার গঠনের প্রক্রিয়ায় বিন্দুমাত্র প্রভাব পড়বে না বলেই নেতাদের দাবি।